শুক্রবার(২০মে) সকালে দৌলতদিয়া ফেরিঘাটে দেখা যায়, দৌলতদিয়া প্রান্তের ৫নং ফেরিঘাট পানিতে তলিয়ে রয়েছে। অনেক যাত্রী ঘাটে এসে ফিরে যাচ্ছেন।
জিরো পয়েন্ট থেকে ঢাকা খুলনা মহাসড়কে ফেরিপারের অপেক্ষায় রয়েছে সাত শতাধিক যানবাহন। যানবাহনগুলোর মধ্যে শত শত যাত্রীবাহী বাস রয়েছে। মধ্যরাতে ফেরিঘাটে আসা বাসগুলো এখন পর্যন্ত ফেরিতে উঠতে পারেনি। দীর্ঘ সময় ফেরিপারের অপেক্ষায় থেকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।
ট্রাক ও কাভার্ডভ্যানগুলোর ভোগান্তি দুইদিন পর্যন্ত। যাত্রী ও চালকেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, শোনা যায় দৌলতদিয়া প্রান্তে সাতটি ঘাট। এখন তো দুইটি ঘাট সচল রয়েছে। মানুষ এসব ভোগান্তির জবাব সুযোগ পেলে দেবে। ঘণ্টার পর ঘণ্টা বৃষ্টির মধ্যে বাসের মধ্যে। খাওয়া নাই, কখন ঢাকায় পৌছাতে পারবো তার ঠিক নেই।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো.শিহাব উদ্দীন বলেন বর্তমানে এ রুটে যাত্রী ও যানবাহন পারাপারে ১৯টি ফেরি চলাচল করছে। ঘাট সংকটের কারণে আমাদের ফেরি চলাচল বিঘ্ন হচ্ছে।