Top
সর্বশেষ

সিরাজগঞ্জে দি-এ্যারিষ্ট্রোকেট’র ৩০ হাজার টাকা জরিমানা

২০ মে, ২০২২ ১১:৪৪ পূর্বাহ্ণ
সিরাজগঞ্জে দি-এ্যারিষ্ট্রোকেট’র ৩০ হাজার টাকা জরিমানা
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরল গোলচত্বর এলাকার অভিজাত হোটেল দি এ্যারিষ্ট্রোকেটসহ ৩টি ব্যবসায় প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান রনির নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান রনি জানান, বৃহস্পতিবার বিকেলের দিকে সলঙ্গা থানার হাটিকুমরল গোলচত্বর এলাকার অভিজাত হোটেল দি এ্যারিষ্ট্রোকেট-এ অভিযান পরিচালনাকালে মিষ্টান্ন দইয়ে পোঁকা দেখা যাওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর ১টি ফলের দোকানে শত হারে লিচু কম দেয়ায় ২ হাজার টাকা এবং এভারগ্রীন মিষ্টান্ন ভান্ডারকে বিক্রিত দইয়ে পরিমাপ না দেয়া, মেয়াদ ও মূল্য না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তাদের অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে মো. মাহমুদুল হাসান রনি জানিয়েছেন।

শেয়ার