ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডাওরী বাজার এলাকায় বিকল্প বেইলী ব্রীজ ভেঙ্গে পড়ায় জনসাধাণের দূভোর্গের কথা চিন্তা করে খালটি পাড়াপারে জন্য নৌকা ভাড়া জন প্রতি ৫ টাকা ও মোটরসাইকেল ভাড়া ২০টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) সকালে লালমোহন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভোলা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত কুমার হাওলাদারের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে ঠিকাদার প্রতিষ্ঠানকে প্রতিদিন ১০ হাজার টাকা করে ভর্তুকি দেয়ার জন্যে সিদ্ধান্তে বলা হয়েছে। একই সাথে আগামী মঙ্গলবারের মধ্যে ভেঙ্গে যাওয়া বিকল্প বেইলি ব্রিজটি পূণঃ নির্মাণ করে দেওয়া হবে বলে জানান সভায় উপস্থিত সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাজমূল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. জহিরুল ইসলাম, কালমা ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, বোরহানউদ্দিন কাচিয়া ইউপি চেয়ারম্যান আ. রব কাজী, লালমোহন থানার ওসি মাকসুদুরর রহমান মুরাদ ও বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির প্রমূখ।
উল্লেখ্য-গত মঙ্গলবার লালমোহনের ডাওরী বাজার সংলগ্ন বিকল্প সড়কের বেইলী ব্রিজটি ভেঙ্গে গেলে ভোলা-চরফ্যাশন রুটে যানবাহন চলাচলসহ সাধারন মানুষ চরম দূর্ভোগে পড়েন । ব্রিজটি মেরামত করা না হওয়ায় প্রতিদিন ট্রলার দিয়ে ওই খাল পার হতে হচ্ছে যাত্রীদের । এতে করে প্রতি যাত্রীকে দিতে হচ্ছে ১০ টাকা করে এবং মোটর সাইকেল প্রতি ৩০ টাকা। আবার সুযোগ বুঝে কিছু অসাধু ব্যক্তি অতিরিক্ত টাকা আদায় করছেন বলে অভিযোগ রয়েছে স্থানীয় কয়েকজন সরকার দলীয় প্রভাবশালীর বিরুদ্ধে । যাদের নিয়ন্ত্রণ চলে অস্থায়ী এ ট্রলার পারাপারের ব্যবসা।
স্থানীয় সূত্রে জানাযায়, এসব ট্রলার মালিকরা কয়েক ঘন্টা ট্রলার বন্ধ করে রাখেন । যাতে করে খালের দুই পাড়ে যাত্রীদের জটলা লেগেই থাকে । এতে করে চরম দূর্ভোগে পড়ছে সাধারন দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা। এমন অনিয়ম ও অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরলে স্থানীয় প্রশাসনের নজরে আসে।
খবর পেয়ে লালমোহন উপজেলার নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা ও থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ যাত্রী দূর্ভোগের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ ট্রলার মালিকদের সঙ্গে কথা বলে ট্রলার চালু করার পর যাত্রীদের দূর্ভোগ লাঘব হয়।