Top
সর্বশেষ

সাপাহারে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

২০ মে, ২০২২ ২:২৩ অপরাহ্ণ
সাপাহারে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নওগাঁর সাপাহারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যা আল মামুন এর সভাপতিত্বে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শিরন্টী ইউনিয়ন ফুটবল একাদশ বানাম পাতাড়ী ইউনিয়ন ফুটবল একাদশ মধ্যকার ফাইনাল খেলায় ১-০ গোলে পাতাড়ী ইউনিয়ন ফুটবল একাদশ জয়লাভ করে।

এসময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহা: রুহুল আমিন, থানার ওসি তারেকুর রহমান সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

শেয়ার