Top
সর্বশেষ

টাঙ্গাইলে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

২০ মে, ২০২২ ৩:৫৫ অপরাহ্ণ
টাঙ্গাইলে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক
হাসান সিকদার, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। শুক্রবার সকালে উপজেলার গোড়াই জোড়পুকুর পাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

টককৃতরা হলেন নওগাঁ জেলার বদলগাছি উপজেলার হাপানিয়া গ্রামের শ্রী বিষ্ণু চন্দ্রর ছেলে শ্রী বিশ্বজিৎ (২০), একই গ্রামের মৃত তায়েজ উদ্দিন সরদারের ছেলে ফারুক হোসেন (৩২)।

এসময় ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১৪ কেজি গাঁজা, ১টি নোয়াহগাড়ি, ২টি মোবাইল ও নগদ ২ হাজার ২০০ টাকাসহ তদের হাতেনাতে আটক করে।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এরশাদুর রহমান প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, তারা মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে দেশের বিভিন্ন জেলা থেকে গাড়িযোগে সংগ্রহ করে টাঙ্গাইলে জেলা মির্জাপুর থানা এলাকাসহ বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রি করে আসছিলো। তাদের বিরুদ্ধে মির্জাপুর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার