ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে শুক্রবার দুপুরে ট্রেনে কাটা পড়ে শিশু নাতিসহ দাদার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো- উপজেলার কাজিপুরা গ্রামের মৃত আয়নাল হকের ছেলে আব্দুল মান্নান (৭২) ও তার নাতি জুনায়েত হোসেন (৭) (ওমর ফারুকের ছেলে)।
সিরাজগঞ্জ রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারুন-অর-রশিদ মৃধা এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার (২০ মে) দুপুর পৌণে ১টার দিকে বৃদ্ধ দাদা আব্দুল মান্নান তার শিশু নাতিকে নিয়ে কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশ এলাকা দিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে চিলাহাটিগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দু’জনের মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই পরিবারের লোকজন লাশ নিয়ে গেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি
হারুন।