Top
সর্বশেষ

ভোরের কাগজের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন

২০ মে, ২০২২ ৫:০২ অপরাহ্ণ
ভোরের কাগজের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন

ভোরের কাগজের প্রকাশক-সম্পাদকসহ পাঁচজনের বিরুদ্ধে কুমিল্লায় দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে নেত্রকোণায় সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ মে), সকাল ১১টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি শ্যামলেন্দু পাল, কালের কন্ঠের নেত্রকোণা প্রতিনিধি ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মহসিন, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ, যমুনা টিভি ও যুগান্তরের জেলা প্রতিনিধি কামাল হোসেন, টেলিভিশন ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও মাইটিভির জেলা প্রতিনিধি আনিসুর রহমানসহ অন্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত একজন মাদক কারবারি হয়ে কীভাবে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরের সাহস পায়। এটা শুধু একটি মিথ্যা মামলাই নয়, এটি পুরো সাংবাদিক সমাজকে তাদের স্বাধীন মত প্রকাশের বাধা দেয়ার হুমকি সরুপ।

শেয়ার