Top

কেশবপুরে মধুমাসে ফল উৎসব

২০ মে, ২০২২ ৫:৫৬ অপরাহ্ণ
কেশবপুরে মধুমাসে ফল উৎসব
কেশবপুর (যশোর) প্রতিনিধি :

কেশবপুর চারুপীঠ আর্ট স্কুল ও সাংস্কৃতিক সংগঠন উল্লাস এর উদ্যোগে মধুমাসে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে প্রধান অতিথি হিসাবে ফল উৎসবের উদ্বোধন করেন উপজেলা লেডিস ক্লাবের সভাপতি দিলরুবা ইয়াসমিন।

উল্লাস ও কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান আল আমিন মডেল একাডেমির হলরুমে ফল উৎসব অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ স¤পাদক মশিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক সিকদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র ও আমার বাড়ি আমার খামারের ব্যবস্থাপক শুভংকর বিশ্বাস। ফল উৎসবে আপ্যায়ন করেন চারুপীঠের সহসভাপতি সাহা বৈদ্যনাথ, তন্ময় মিত্র বাপী, সহকারী পরিচালক শ্রাবন্তী রায় দে, নবনীতা হালদার, সৌরভ ধর জয়, সৈয়দা জান্নাতুল মাওয়া, পৌলমী অধিকারী প্রমুখ।

দুইশত শিক্ষার্থী ও তাদের অভিভাবক এই ফল উৎসবে অংশ নিয়েছে। ১২ রকম ফলের আয়োজন করা হয়। ফলের ভেতর ছিল আম, তরমুজ, লিচু, জামরুল, পেঁপে, সবেদা, পেয়ারা, কলা, তাল, শশা, আতা।

এ ব্যাপারে কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে বলেন শিক্ষার্থীদের মধুমাসের ফলগুলো চিনানো ও একই সাথে ফলগুলো গুণাবলী স¤পর্কে ধারণা দেওয়া হয়। এরপর ফলগুলো কেটে খাওয়ানো হয়।

শেয়ার