Top
সর্বশেষ

শেরপুরে ডিসি’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

২০ মে, ২০২২ ৬:০৬ অপরাহ্ণ
শেরপুরে ডিসি’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
হাফিজুর রহমান লাভলু, শেরপুর :

শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে শেরপুর নাগরিক সমাজ। ২০ মে শুক্রবার বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত শেরপুর শহরের নিউমার্কেট মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আয়োজক সংগঠনের আহবায়ক শরিফুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের সদস্য সচিব মো. মেরাজ উদ্দিন, শেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা সবুজ আন্দোলনের সদস্য সচিব সাবিহা জামান শাপলা, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, কবি সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি তালাত মাহমুদ, শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের সভাপতি জুবায়ের রহমানসহ বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

বক্তারা বলেন, সরকারের প্রতিটি কাজ বাস্তবায়ন ও সততার সাথে দায়িত্ব পালন করছেন তাকে পুরুস্কৃত না করে বদলি করায় শেরপুর জেলাবাসী উদ্বিগ্ন ও মর্মাহত। তাই তার বদলির আদেশ প্রত্যাহার করার দাবি জানান বক্তারা। মানববন্ধনে প্রায় ২০টি সামাজিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

শেয়ার