Top
সর্বশেষ

রাজবাড়ীতে সেন্ট্রাল হাসপাতালের যাত্রা শুরু

২০ মে, ২০২২ ৬:৪৭ অপরাহ্ণ
রাজবাড়ীতে সেন্ট্রাল হাসপাতালের যাত্রা শুরু
মিঠুন গোস্বামী, রাজবাড়ী :

রাজবাড়ীতে এই প্রথম সিটি স্ক্যান ও ডায়ালাইসিস মেশিনসহ অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপন করে সেন্ট্রাল হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতাল উদ্ধোধন করা হয়েছে।

রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের পাশে রাজবাড়ী বড়পুলে রাবেয়া টাওয়ারে আজ শ্রক্রবার দুপুরে এই হাসপাতালের উদ্ধোধন করেন রাজবাড়ী-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিম।

বক্তব্য রাখেন সেন্ট্রাল হাসাপাতালের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী দীপক কুন্ডু, রাজবাড়ী পৌর মেয়র আলমগীর সেখ তিতু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান , বিশিষ্ট চিকিৎসক ডাঃ জাহিদুজ্জামান, রাজবাড়ী লাইফ কেয়ার হাসপাতালের চেয়ারম্যান আমিন উদ্দিন মোল্লা ও পাংশা লিজা হেলথ কেয়ারের ব্যাবস্থাপনা পরিচালক নিজাম উদ্দিন।

বক্তারা বলেন, রাজবাড়ীর সেন্ট্রাল হসপিটাল সুষ্ঠভাবে পরিচালিত হলে এখানকার রোগীদের অতিরিক্ত অর্থ ব্যয় করে আর ফরিদপুর বা ঢাকায় যেতে হবে না।

এই হাসপাতালে উদ্ধোধন উপলক্ষ্যে আজ শুক্রবার থেকে এক মাস দুস্থ্য ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করছেন কর্তৃপক্ষ।

শেয়ার