Top
সর্বশেষ

সিরাজগঞ্জে স্বাক্ষর জালিয়াতি মামলায় যুবলীগ নেতা জেলহাজতে

২০ মে, ২০২২ ৮:১৫ অপরাহ্ণ
সিরাজগঞ্জে স্বাক্ষর জালিয়াতি মামলায় যুবলীগ নেতা জেলহাজতে
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার স্বাক্ষর জালিয়াতি মামলায় যুবলীগ নেতা ও গ্রাম আদালতের অফিস সহকারী মোঃ আব্দুল হান্নানকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আব্দুল হান্নান তাড়াশ উপজেলার তারাটিয়া গ্রামের আব্দুস ছাত্তার ফকিরের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম লিটন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বরাত দিয়ে তিনি জানান, তালম ইউপি চেয়ারম্যানের সীল স্বাক্ষর জালিয়াতি করে চারিত্রিক সনদ, জন্ম সনদের বয়স (কম-বেশি), গ্রাম আদালতের ফরম-২ মামলার রেজিস্ট্রি ও ফরম-১৫ ফিস জরিমানা রেজিস্ট্র ও এন্ট্রি বহিসহ সকল বহিতে একাধিক স্বাক্ষর জাল, জালিয়াতি করে অবৈধ টাকা আয় করেছেন অফিস সহকারী মোঃ আব্দুল হান্নান। এছাড়াও চেয়ারম্যানের সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করেছেন।
এ ঘটনায় তালম ইউপি চেয়ারম্যান আব্বাছ-উজ-জামান বাদী হয়ে ২০২১ সালের ৪ মার্চ তাড়াশ থানায় মামলা দায়ের করেন। এ মামলা তদন্তের ভার সিআইডি পুলিশকে দেয়া হলে তদন্ত শেষে সংশ্লিষ্ট আদালতে প্রতিবেদন দাখিল করে সিআইডি পুলিশ। সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত বৃহস্পতিবার হাজির হয়ে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালতের বিচারক শাহদত হোসেন জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শেয়ার