Top
সর্বশেষ

সিরাজগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

২০ মে, ২০২২ ৮:২৪ অপরাহ্ণ
সিরাজগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ সদর উপজেলার চর খোকশাবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলো-ওই গ্রামের মোহাম্মাদের ছেলে মোস্তাকিন (৬) ও কোরবান আলীর ছেলে তামিম (৪)।

সদর থানার ওসি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার(২০মে) দুপুরে খোকশাবাড়ি হাই স্কুলের পাশে পুকুর পাড়ে ওই ২ শিশু খেলা করছিল। খেলা করতে করতে এক পর্যায়ে তারা পুকুরে ডুবে যায়। পরিবারের লোকজন তাদের না পেয়ে খুঁজে না পেলেও বিকেলে ওই পুকুরে তাদের লাশ ভেসে ওঠে।

পরিবারের লোকজন ও স্থানীয়রা তাদের ভাসমান লাশ উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের নির্দেশ দেয়া হয়েছে।

শেয়ার