Top

বগুড়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

২০ মে, ২০২২ ১০:৩০ অপরাহ্ণ
বগুড়া প্রতিনিধি :
বগুড়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে কাহালু উপজেলার নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের বীরকেদার বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত দুজনের নামপরিচয় মেলেনি বলে জানিয়েছেন কাহালু থানার ওসি আমবার হোসেন।
ওসি আমবার জানান, শুক্রবার রাত আটটার দিকে কাহালু উপজেলার নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের বীরবেদার বারোমাইল এলাকায় তিন মোটরসাইকেল আরোহীকে একটি ট্রাক ধাক্কা দেয়।    এতে ঘটনাস্থলে একজন এবং পরে আহত অবস্থায় দুপচাঁচিয়া হাসপাতালে নেয়ার পর অন্যজনের মৃত্যু হয়। এছাড়া আরও একজনকে গুরুতর আহত অবস্থায় দুপচাঁচিয়া থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
তিনি আরও জানান,  ট্রাক ও মোটরসাইকেল হেফাজতে নেয়া হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।
শেয়ার