চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার লালব্রিজের অদূরে রেললাইনে বসে কানে হেডফোনে দিয়ে সেলফি তোলা ও টিকটক করার সময় ট্রেনের ধাক্কায় আহত কিশোর হৃদয় মারা গেছে। শুক্রবার (২০ মে) দুপুর ১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত সোমবার (১৬ মে) বিকেল ৫টার দিকে আলমডাঙ্গা শহরের লালব্রিজের অদূরে গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে আসা খুলনাগামী নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। হৃদয় আলমডাঙ্গা পৌরসভার ড্রেন নির্মাণ কাজে অস্থায়ী হিসেবে কর্মরত ছিল।
প্রত্যক্ষদর্শী মোঃ রাব্বি হোসেন নামে এক কিশোর বলেন আলমডাঙ্গা শহরে লালব্রিজের অদূরে পৌঁছালে রেললাইনের ওপর বসে কানে হেডফোন লাগিয়ে সেলফি ও টিকটক ভিডিও করছিলো ওই কিশোর। ট্রেনটি দূর থেকে হর্ন দিলেও ওই কিশোর টের পায়নি। এতে ট্রেনের ধাক্কায় সে দূরে ছিটকে পড়ে। পরে ট্রেনটি একটু দূরে গিয়ে থেমে যায়। ট্রেন থেকে নেমে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা কিশোরকে নিয়ে হাসপাতালে চলে যায়। প্রায় ৩০ মিনিট পর ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যায়।
আলমডাঙ্গা পৌর কাউন্সিলর খন্দকার মুজিবুল হক হৃদয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হৃদয় রেললাইনের পাশে দিয়ে ট্রেন আসার সময় লালব্রিজে উঠে সেলফি, টিকটক ভিডিও বানাত বলে জেনেছি।এ সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়।
পরে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তার অবস্থার অবনতি হলে দুদিন পর কুষ্টিয়া থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় হৃদয়ের মৃত্যু হয়। রাতেই হৃদয়ের মরদেহ আলমডাঙ্গায় পৌঁছাবে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার বসাবাস করা বস্তি এলাকায়।