উজানে বৃষ্টি-ভাটিতেও বৃষ্টি। ঢল নামছে উজানের। ঢলের পানিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ঘরবন্দি লোকজনের আর্তনাদ বাড়ছে। ভেসে গেছে খামারের মাছ ও হাঁস। বোরো, আউশ, ইরি ধানি জমি পানির নীচে। নলকুপ নিমজ্জিত থাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। গো-খাদ্যের অভাবে বিপাকে পড়েছেন কৃষক। দুর্ভোগ যেন পিছু ছাড়ছেনা হাওরবাসীর।
হাওরে খবর নিয়ে জানা গেছে, দিনে মাঝে মাঝে হালকা রোদের দেখা মিললেও মুহুর্তেই কালো হয়ে উঠে আকাশ। নামে অবিরাম বর্ষণ। রাতে নামে বর্ষণের সাথে গর্জন। ভোগান্তি আর আতংক এখন তাদের নিত্য সঙ্গী। একটানা পনের দিন ধরে উজানের ঢলের সাথে লড়াই করে চলছেন বানভাসিরা। পানিবন্দি হয়ে পড়ায় অনেকেই বাসা বাড়ী ছাড়ছেন। আবার অনেকেই আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন।
প্রথম দিকে জেলার ৫টি উপজেলা বন্যা কবলিত হলেও এখন সারা জেলায় ঢলের পানিতে প্লাবিত হচ্ছে। দুর্গম উপজেলা শাল্লা বন্যা মুক্ত হলেও গত শুক্রবার রাতেই সেখানে পানি ঢুকে পড়েছে। বাড়ির কাছাকাছি এসে পানি ছুঁই ছুঁই করছে। বানের পানিতে দু’টি হাঁসের খামার ভেসে গেছে। অনেক চেষ্টার পরও খোঁজ মিলছে না হাঁসের। এদিকে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। দিন দিন জেলার সাথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ।
শনিবার সকালে সুনামগঞ্জের নদ-নদীর পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। গত ২৪ ঘন্টায় ৪৬ মি: মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
দোয়ারা বাজারের পানিবন্দি রেহান বেগম বলেন, বন্যার পানিতে টিউবওয়েল ডুবে গেছে। এখন বন্যার পানি গরম করে কোনো রকমে পান করছি। ছাতক উপজেলার বাসিন্দা সুমাইয়া বেগম বলেন, বন্যার পানি পান করায় গলা চুলকাচ্ছে। বানের পানি আসার পর থেকে ঠিকমতো তিনবেলা খেতে পারছি না। এরওপর এখন বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। সুনামগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম বলেন, বন্যা মোকাবিলায় আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। এরই মধ্যে বন্যাকবলিত উপজেলাগুলোতে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। শাল্লা মনুয়া গ্রামের রুবেল ও কামরুল জানান, আমাদের দু’টি হাঁসের খামার ছিল।
গত শুক্রবার রাতে হঠাৎ করে ঢলের পানি এসে দুই শত হাঁস ভাসিয়ে নেয়। দীর্ঘদিন লালন পালন করা হাঁসগুলো হারিয়ে আমরা এখন নি:স্ব। জেলার প্রায় ৫০০ পুকুরের মাছ ভেসে গেছে।
এতে ক্ষতির মুখে পড়েছেন মাছচাষিরা। দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের টেংরা গ্রামের বাসিন্দা মাছচাষি নুরুল ইসলাম জানান, তাঁর মাছের খামারের তিনটি পুকুরের মাছ ও পোনা ভেসে গেছে। মাছগুলোর ওজন ছিল দুই থেকে আড়াই কেজি। নুরুল ইসলাম বলেন, অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন জানান, বন্যা দুর্গতের মধ্যে ১৬৫ মে:টন চাল, ১২ লাখ টাকা, ৩ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এবং দুর্গতদের সব ধরণের সহায়তায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।