Top
সর্বশেষ

ভাঙ্গায় জোড়া খুনের আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ

২১ মে, ২০২২ ৪:২০ অপরাহ্ণ
ভাঙ্গায় জোড়া খুনের আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ
ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেরার তুজারপুর ইউনয়িনের জানদি গ্রামে গত রমজান মাসে এক রাতে জোড়া খুনরে ঘটনায় জড়তি আসামীদরে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছে গ্রামবাসী।

আজ শনিবার দুপুর ১২ টার সময় ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার নওয়াপাড়া বাসস্ট্যান্ডের নিকট তারা প্রায় আধঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় দুইপাশে অসংখ্য যানবাহন আটকে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পৌছে আসামীদের গ্রেফেতারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। এর আগে শনিবার সকাল ১০টার দিকে জানদি রেললাইনের উপর একই দাবিতে তারা মানববন্ধন করেন।

গত ৭ এপ্রিল বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পতিপক্ষের হামলায় নিহত হন সোলায়মান শরীফ ও কামরুল মাতুব্ববর নামে দুব্যক্তি। এ ঘটনায় আহত হন আমিনুর নামে আরেক ব্যক্তি। এ হত্যাকান্ডরে পর ১৯ জনকে আসামী করে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা করনে রুবেল মাতুব্বর।

মানববন্ধনে মামলার বাদি রুবেল বলেন, এলাকায় একের পর এক অপর্কম, দুর্নীতি ও মাদক ব্যবসার প্রতিবাদ করায় সোলায়মান ও কামরুলকে হত্যা করা হয়। হত্যা মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। বরং হত্যা মামলার কাউন্টার হিসেবে দায়েরকৃত মামলায় পুলিশ নিহতদের স্বজন ও লোকজনদের গ্রেফতার ও হয়রানি করছে।

মানববন্ধনে নিহত সোলায়মানের মা নিলুফা বেগম বলেন, ছোটবেলা থেকে মনিরে আমি বড় করছি। ওর বাবা ১০ বছর আগে মারা গেছে। নাতিডারে দেখবে কে? তিনি বলেন, আমি শেখ হাসিনার কাছে বিচার চাই। খুনিদের ফাঁসি চাই। স্থানীয় গ্রাম্য মাতুব্বর শফি মাতুব্বর (৫৬) বলেন, হত্যা মামলার আসামীরা গ্রেফতার হচ্ছেনা অথচ পুলিশ কাউন্টার মামলায় নিরীহদের গ্রেফতার করছে। বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বলেন, ছোট ছোট মাসুম বাচ্চাদের রেখে গেছে নিহতরা। তাদের দিকে যেনো নজর দেয়া হয়। এসব শিশুদরে কথা ভেবেও যেনো আসামীদের গ্রেফতার করা হয়।

অবসরপ্রাপ্ত র্আমড পুলিশ রফিকুল ইসলাম (৬৮), গ্রামের মুরুব্বি করিম মোল্যা (৭১) সহ আরো অন্যান্যরাও আসামীদের গ্রেফতারে তৎপরতা নেই বলে অভিযোগ করনে। দ্রুত তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার ও ফাঁসি দাবি করেন তারা।

এব্যাপারে ভাঙ্গা থানার ওসি সেলিম বলনে, মামলা গ্রহণের পরপরই আমরা আসামি গ্রেফতারের চেষ্টা করি তাই আসামী গ্রেফতারের চেষ্টা চলছে না এ অভিযোগ সঠিক নয়। তিনি জানান, এ র্পযন্ত হত্যা মামলার একজন আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আদালতে ওই আসামী স্বীকারোক্তমিূলক জবানবন্দি দিয়েছেন।

জানা গেছে, হত্যাকান্ডের শিকার সোলায়মান শরীফ জানদী গ্রামরে মৃত মতউির রহমান শরীফের ছেলে এবং কামরুল মাতুব্বর একই গ্রামরে কালাম মাতুব্বরের ছেলে। কামরুলের ৮ বছর ও ৪ বছর বয়সী দুটি মেয়ে এবং সোলায়মানের ১৬ বছরের একটি ছেলে রয়েছে।

শেয়ার