Top
সর্বশেষ

সিরাজগঞ্জে কালবৈশাখী ঝড়ের তান্ডবে লন্ডভন্ড

২১ মে, ২০২২ ৫:৫২ অপরাহ্ণ
সিরাজগঞ্জে কালবৈশাখী ঝড়ের তান্ডবে লন্ডভন্ড
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন স্থানে শনিবার ভোরে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি, দোকান-পাটসহ অসংখ্য গাছপালা লন্ডভন্ড হয়ে গেছে। সেইসাথে উঠতি ইরি-বোরো ধানেরও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্থরা জানান, শনিবার (২১ মে) ভোরে আকস্মিকভাবে উত্তর-পশ্চিম কোন থেকে উঠে আসা কালবৈশাখী ঝড় কাজিপুর উপজেলার বিভিন্ন স্থানের উপর দিয়ে বয়ে যায়। কালবৈশাখী এ ঝড় সোনামুখী বাজারসহ উপজেলার বেশকয়েকটি অঞ্চলের বাড়িঘর ও দোকানপাট মুহুর্তেই ভেঙে অনেক ঘরের চাল উড়ে লন্ডভন্ড হয়ে যায়। ভেঙে যায় অসংখ্য গাছপালা। সেই সঙ্গে খুঁটি ভেঙ্গে পড়ায় কোন কোন এলাকায় বৈদ্যুতিক লাইনও বিচ্ছিন্ন রয়েছে।

এ ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে উপজেলার সোনামুখী বাজার। সোনামুখী বাজারের ‘আল মদিনা দই মিস্টি ঘর’, ‘মা মিস্টান্ন ভান্ডারের’ ঘরের চালা উড়ে যাওয়ায় দই, মিষ্টিসহ কারখানার মালামালসহ দুধ সম্পূর্ণরূপে নষ্ট গয়ে গেছে বলে জানিয়েছেন দোকান মালিকরা। ওই বাজারের ‘মা মনি স্টোর’ ও ‘ভাই ভাই স্টোরের’ চালাও উড়ে গিয়ে দোকানের সকল পণ্য সামগ্রি নষ্ট হয়ে গেছে। কালবৈশাখী এ ঝড়ের তান্ডবে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা দাবি করছেন।

সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান জানান, আকস্মিকভাবে বয়ে যাওয়া এ কালবৈশাখী ঝড়ে সোনামুখী বাজারের বেশকটি দোকান লন্ডভন্ড হয়ে ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন ব্যবসায়ীরা। কাজিপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের নামের তালিকা তৈরি করে প্রশাসনের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী।

শেয়ার