Top

দিনাজপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

২১ মে, ২০২২ ৫:৫৯ অপরাহ্ণ
দিনাজপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু
দিনাজপুর জেলা প্রতিনিধি :

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আউলিয়া পুকুর গ্রামে মোঃ আলতাফ হোসেন (৪০) নামে এক কৃষকের বজ্রপাতে মৃত্যু হয়েছে।

নিহত কৃষক চিরিরবন্দর উপজলোর আউলিপুকুর ইউনিয়নের কাঁকপাড়া গ্রামের মোঃ খলির উদ্দিনের ছেলে মোঃ আলতাফ হোসন (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২১ মে) দুপুর ১ টা ৩০ মিনিটে বৃষ্টি শুরু হলে আলতাফ হোসেন নিজ বাড়ি থেকে বের হয়ে পাথারে গরু বাধা ছিলো, সেটা আনতে যায়। গরু নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাত হলে ঘটনা স্থলে একটি গরু মারা যায় ও আলতাফ হোসেন গুরত্বর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকলে কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ মোসলেম উদ্দিন ঘটনার সতত্যা নিশ্চিত করেন।

শেয়ার