Top
সর্বশেষ

কচুয়ায় বাঁশের সাঁকোর স্থানে পাকা ব্রীজ নির্মানের দাবীতে মানববন্ধন

২১ মে, ২০২২ ৭:২২ অপরাহ্ণ
কচুয়ায় বাঁশের সাঁকোর স্থানে পাকা ব্রীজ নির্মানের দাবীতে মানববন্ধন
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি :

কচুয়া উত্তর ইউনিয়নের নাহারা গ্রামে সুন্দরী খালের উপর নড়বড়ে বাঁশের সাঁকোর স্থানে ব্রীজ নির্মানের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার নাহারা উত্তর পাড়া জামে মসজিদ সংলগ্ন রাস্তায় নাহারা, বরুচর, কড়ইয়া, লতিফপুর, নোয়াগাঁও এলাকার শতশত নারী পুরুষ মানববন্ধনে অংশ গ্রহন করে।

এ সময় মানববন্ধনে অংশগ্রহনকারীগন জানান, দীর্ঘ প্রায় ৫০বছর পূর্বে নির্মিত বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এলাকার কোমলমতি শিক্ষার্থীসহ সহস্রাধিক লোকজন ওই সড়ক দিয়ে যাতায়াত করে। প্রায় দীর্ঘ ৫০ ফুট দৈর্ঘ্যরে এই বাঁশের সাাঁকো দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে পথচারীদের।

নাহারা উত্তর পাড়া মসজিদের পাশ দিয়ে প্রবাহমান সুন্দরী খালের উপর সড়কটি নাহারা আবুল মার্কেট হতে শুরু হয়ে মুন্সি বাড়ির পাশ দিয়ে উত্তর কড়ইয়া হয়ে কচুয়া ও পাশ্ববর্তী চান্দিনা উপজেলার গল্লাই কমপ্লেক্স ও নবাবপুর বাজারের সাথে সংযুক্ত হয়েছে। শিক্ষার্থীসহ স্থানীয় অধিবাসীদের যাতায়াতের সুবিধার জন্য ওই স্থানে একটি পাকা ব্রীজ নির্মানের জোড়ালো দাবী জানান
মানববন্ধনে অংশগ্রহণকারীগন।

ব্রীজ নির্মানের বিষয়ে কচুয়া উত্তর ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইন বলেন, জনগনের চলাচলের জন্য এ ব্রীজটি অতীব গুরুত্বপূর্ন। শীঘ্রই ব্রীজ নির্মানের পদক্ষেপ গ্রহণ আবশ্যক।

এ ব্যাপারে কচুয়া উপজেলা প্রকৌশলী আবদুল আলীম লিটন বলেন,

সরেজমিনে পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার