Top
সর্বশেষ

শেরপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

২২ মে, ২০২২ ১১:২৮ পূর্বাহ্ণ
শেরপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
হাফিজুর রহমান লাভলু, শেরপুর :

শেরপুর জেলার সদর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ২০২২ এর উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত  ফাইনাল খেলায় ৫-১ গোলে চরশেরপুর ইউনিয়নকে হারিয়ে  চ্যাম্পিয়ন হয়েছে পাকুড়িয়া ইউনিয়ন ফুটবল দল।

শেরপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে  শনিবার (২১ মে) বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে ওই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সদর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহনাজ ফেরদৌস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. হায়দার আলী, চরশেরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সেলিম রেজা। বক্তব্য শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ খেলোয়াড়দের মাঝে ট্রফি তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ। এসময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সানাউল মোর্শেদ, শেরপুর জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) বন্দে আলী, চরমোচারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম সাব্বির আহাম্মেদ খোকন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্তসহ ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্ট সেরা খেলোয়াড় পাকুড়িয়া ইউনিয়ন দল ১০নং জার্সি আশিকুর রহমান ও ম্যাচ সেরা খেলোয়াড় জুবাইদুল ইসলাম এবং সর্বোচ্চ গোলদাতা কামারিয়া ইউনিয়ন দলের খেলোয়াড় রাব্বি হাসান বাপ্পিকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ পুরষ্কার তুলে দেন।

শেয়ার