Top
সর্বশেষ

সিরাজগঞ্জে করোতোয়া নদীতে ডুবে শিশুর মৃত্যু

২২ মে, ২০২২ ২:৫৬ অপরাহ্ণ
সিরাজগঞ্জে করোতোয়া নদীতে ডুবে শিশুর মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর গ্রামে করোতোয়া নদীতে নিখোঁজের ৫ ঘণ্টা পর সামিউল ইসলাম (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। শিশু সামিউল ওই গ্রামের পিলু মিয়ার ছেলে।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার (২১ মে) দুপুর ১টার দিকে সামিউলকে সাথে নিয়ে তার নানী বাড়ির পাশে করতোয়া নদীর বাঁশহাটা ঘাটে গোসল করতে যায়। সামিউলকে নদীর ঘাটের উপরেবসিয়ে রেখে নানী নদীতে গোসল করতে নামেন। নানীর অলক্ষে সামিউল নদীতে নেমে ডুবে গেলে এসময় তার নানীর চিৎকারে স্থাণিয় লোকজন
ঘটনাস্থলে এসে অনেক খোঁজাখুঁজি করে সামিউলকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয় ফায়ার সার্ভিস
সদস্যরা দীর্ঘ সময় নদীতে নেমে সামিউলকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে রাজশাহ ডুবুরিদলকে খবর দেয়া হয়। পরে রাজশাহী থেকে ডুবুরিদল এসে সন্ধ্যা ৬ টার দিকে শিশু সামিউলের লাশ উদ্ধার করে পরিবারের কাছে
হস্তান্তর করা।

এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন করিব বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যু ও লাশ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন ও কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

শেয়ার