Top
সর্বশেষ

মাগুরায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

২২ মে, ২০২২ ৫:৫৪ অপরাহ্ণ
মাগুরায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি :

মাগুরা ২২ মে : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডাকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক অনুর্ধ-১৭ এর ফাইনাল খেলা গতকাল বিকালে মাগুরা জেলার মহাম্মদপুর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

মহাম্মপুর উপজেলা ত্রীড়া সংস্থ্যা ও উপজেলা প্রশাসন আয়োজিত এই টুর্ণামেন্টের ফাইনাল খেলায় মহাম্মদপুর সদর ইউনিয়ন ফুটবল একাদশ ৪-০ গোলে পলাশবাড়ী ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগীতা শেষে সংসদ সদস্য সদস্য ড. বীরেন শিকদার ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে ট্রফি বিতরন করেন। বঙ্গবন্ধ‚ শেখ মুজিবুর রহমান গোল্ডাকাপ ফুটবল ফাইনাল খেলায় মহাম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহেল কাফী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাভোকেট আব্দুল মান্নান ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডাকাপ ফুটবল টুর্ণামেন্ট প্রতিযোগীতায় মহাম্মদপুর উপজেলার ৮ টি ইউনিয়নের মোট ৮ টি দল অংশগ্রহন করে। এলাকার হাজার হাজার ক্রীড়ামোদীগন এই খেলা উপভোগ করেন।

শেয়ার