Top
সর্বশেষ

সিরাজগঞ্জে যমুনায় অস্বাভাবিক পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্লাবিত

২২ মে, ২০২২ ৮:০৮ অপরাহ্ণ
সিরাজগঞ্জে যমুনায় অস্বাভাবিক পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্লাবিত
এস.এম.মাসুদ রানা,সিরাজগঞ্জ :

প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে সিরাজগঞ্জে যমুনার পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে। এতে যমুনা তীরবর্তী ৫টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং আরো নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বর্তমানে যমুনা নদীর পানি বিপৎসীমার ১ দশমিক ০৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (হেডকোয়ার্টার) নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বিশেষ করে যমুনা তীরবর্তী ৫টি উপজেলা কাজিপুর, বেলকুচি, শাহজাদপুর, চৌহালী ও সদর উপজেলার বিভিন্ন স্থানে নিম্নাঞ্চলের ইরি বোরোসহ বিভিন্ন ফসল ডুবে গেছে এবং এসব এলাকার বিভিন্ন স্থানে নদী ভাঙন দেখা দিয়েছে।

এ ভাঙনে ঘরবাড়ি, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। অনেক স্থানে এ ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড বালুর বস্তা নিক্ষেপ করছে। এছাড়া যমুনায় পানি বৃদ্ধির ফলে শাহজাদপুর ও চৌহালী উপজেলার নিম্নাঞ্চল বন্যা কবলিত হওয়ার উপক্রম হয়ে পড়েছে। যমুনার পানি ক্রমাগতভাবে বাড়লেও বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে যে কোন সময় বিপৎসীমা অতিক্রম করতে পারে। তবে ভাঙন রোধে ৩০ হাজার জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে এবং ৯৬ হাজার জিও ব্যাগের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার