Top
সর্বশেষ

সিরাজগঞ্জে ভাতিজার ড্রামট্রাক চাপায় চাচা নিহত

২২ মে, ২০২২ ৮:৪৮ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ভাতিজার ড্রামট্রাক চাপায় চাচা নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কে ভাতিজার মাটিবাহী ড্রামট্রাক চাপায় চাচা ঠান্ডু (৪৫) নিহত হয়েছে। সে কোহিত গ্রামের আকবর আলীর ছেলে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার বিকেলে ভাতিজা আবু মুছা তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কে মাটিবাহী ড্রামট্রাক নিয়ে বারুহাসের দিকে যাচ্ছিল। এ সময় উল্লেখিত স্থানে বিপরীত দিক থেকে আসা চাচা ঠান্ডুর মোটর সাইকেলকে চাপা দিলে চাচা ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

শেয়ার