Top
সর্বশেষ

ময়মনসিংহে বিষপানে নবদম্পতির আত্নহত্যা

২৩ মে, ২০২২ ৪:০৩ অপরাহ্ণ
ময়মনসিংহে বিষপানে নবদম্পতির আত্নহত্যা
ময়মনসিংহ প্রতিনিধি :

হাতের মেহেদী না শুকাতেই বিষপানে আত্নহত্যা করেছে স্বামী-স্ত্রী। ঘটনাটি ঘটেছে বিয়ের তিন মাস পর ময়মনসিংহের সদর উপজেলায়র ভাটি দাপুনিয়া গ্রামে। নিহতরা হলেন, নবদম্পতি রনি মিয়া (২২) ও সেতু আক্তার (১৯)।

পুলিশ ও নিহতদের পরিবারিক সূত্র জানায়, গত তিন মাস আগে ময়মনসিংহ নগরীর বলাশপুর কসাইপাড়ার তারা মিয়ার মেয়ের সাথে ভাটি দাপুনিয়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে রনি মিয়ার বিয়ে হয়। রনি মিয়া রাজমিস্ত্রি ছিলেন।

গত রবিবার মধ্যরাতে রনির নিজ বাড়িতে বিষপান করে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এমন আত্মহত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নিহতদের মাস দুয়েক আগে পারিবারিক ভাবে বিয়ে হয়। মৃত্যুর বিষয়টি এখনও রহস্যজনক। তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার