ফরিদপুরের বঙ্গবন্ধু স্কয়ার থেকে চুরি যাওয়া শিক্ষকের ১০ লাখ টাকা উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।
এঘটনার সাথে সম্পৃক্ত তিন জনের মধ্যে দুই ব্যাক্তিকে আটক করা হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা।
সোমবার (২৩ মে )দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
আটককৃতরা হলেন, ফরিদপুরের কোতয়ালী থানার ডোমরাকান্দি এলাকার মো. জাহাঙ্গীর ইসলাম ও কবিরপুর গ্রামের মো. আবুল হোসেন মোল্লা।
পুলিশ জানায়, ফরিদপুরের মধুখালী উপজেলার মির্জাকান্দি এলাকার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মো. হাতেম মোল্লা পেনশনের ১০ লাখ টাকা জেলার প্রধান ডাকঘর থেকে তুলে নিয়ে যাওয়ার সময় শহরের বঙ্গবন্ধু স্কয়ার থেকে চুরি যায় গত ০৮ মে।
এঘটনায় গত ০৯ মে কোতয়ালী থানায় মামলা হয়। সিসি ক্যামেরা দেখে এসআই শামীম হাসান ও মাসুদ ফকিরের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় তিনজনকে সনাক্ত করে।
পরে ২২ মে দিবাগত সাড়ে বারোটার দিকে ডোমরাকান্দি এলাকায় অভিযান চালিয়ে জাহিদুল ইসলাকে আটক করে। পরে তার দেয়া তথ্য মতে কবিরপুরের আবুল হোসেনকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা আরো জানান, এই চক্রের তিন সদস্য বিভিন্ন ব্যাংক ও জেলার প্রধান ডাকঘরে প্রথমে ওৎ পেতে থাকে এবং কেউ বেশী অংকের টাকা তুললে তার পিছু নেয়, অতপর সুবিধাজনক স্থান থেকে সেই টাকা চুরি বা ছিনিয়ে নেয়।