Top

ছাত্রলীগের স্লোগান ফেসবুকে পোস্ট করে বিতর্কিত খানসামার যুবদল নেতা

২৩ মে, ২০২২ ৪:২৩ অপরাহ্ণ
ছাত্রলীগের স্লোগান ফেসবুকে পোস্ট করে বিতর্কিত খানসামার যুবদল নেতা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর অঙ্গ সহযোগী সংগঠন যুবদলের ব্যানারে বাংলাদেশ ছাত্রলীগের স্লোগান ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করায় বিতর্কিত হয়েছেন দিনাজপুরের খানসামা উপজেলা যুবদলের সদস্যসচিব ওবাইদুর রহমান মুন্সি। এ ঘটনায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা তার প্রতি ক্ষোভ ও নিন্দা জানিয়ে ফেসবুকে প্রতিবাদ জানান।

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার দিবাগত রাতে উপজেলা যুবদলের সদস্য সচিব ওবায়দুর রহমান মুন্সি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ব্যানারে জেলা যুবদলের সাধারন সম্পাদক এ কে এম মাসুদুল ইসলাম মাসুদের হয়ে ছাত্রলীগের স্লোগান সম্বলিত ব্যানারটি পোস্ট করলে তা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে বিতর্কের সৃষ্টি হয়।

এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক জহুরুল ইসলাম চৌধুরী তাঁর ফেসবুকে ঐ ব্যানারটির ছবি শেয়ার করে মন্তব্য করেন, শিক্ষা-শান্তি-প্রগতি এটা আবার কবে বিএনপির স্লোগান হইলো। আমি যতদুর জানি এটা ছাত্রলীগের স্লোগান।

তবে উপজলা যুবদলের সদস্যসচিব ওবাইদুর রহমান মুন্সি বলেন, ব্যানারটি আমি বানাইনি। এটা ফেসবুক থেকে সংগ্রহ করে আমি আমার আইডিতে দিয়েছি। এর জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

 

শেয়ার