Top

কাগজপত্র ছাড়াই মিলবে রেমিট্যান্সের প্রণোদনা

২৩ মে, ২০২২ ৪:৪৩ অপরাহ্ণ
কাগজপত্র ছাড়াই মিলবে রেমিট্যান্সের প্রণোদনা
নিজস্ব প্রতিবেদক :
এখন থেকে প্রবাসীদের পাঠানো পাঁচ হাজার মার্কিন ডলার বা পাঁচ লাখের বেশি রেমিট্যান্সে বিনাশর্তে কোনো ধরনের কাগজপত্র ছাড়াই বিদেশী এক্সচেঞ্জ হাউজের কাছে প্রণোদনার অর্থ পাওয়া যাবে।
সোমবার (২৩ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পাঁচ হাজার অথবা পাঁচ লাখ টাকার অধিক রেমিট্যান্সের ক্ষেত্রে প্রণোদনা/নগদ সহায়তা প্রদানে রেমিটারের কাগজপত্রাদি বিদেশস্থ এক্সচেঞ্জ হাউজ হতে প্রেরণের বাধ্যবাধকতা রয়েছে।
এখন থেকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বৈধ উপায়ে দেশে রেমিট্যান্স প্রেরণের বিপরীতে রেমিট্যান্স প্রণোদনা/নগদ সহায়তা প্রদানে রেমিটারের কোন ধরণের কাগজপত্রাদি ব্যতীত বিদ্যমান হারে (২.৫০ শতাংশ) রেমিট্যান্স প্রণোদনা/নগদ সহায়তা প্রযোজ্য হবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত উপরোক্ত সিদ্ধান্ত বলবৎ থাকবে।’
শেয়ার