চ্যানেল ২৪ এর ১০ তম প্রতষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরে শুভেচ্ছা বিনিময়, কেক কাটা ও অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।২৪ মে মঙ্গলবার দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়। চ্যানেল ২৪ এর শেরপুর জেলা প্রতিনিধি ইমরান হাসান রাব্বীর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত প্রমূখ।
এসময় বক্তারা চ্যানেল ২৪ এর ১০তম প্রতষ্ঠাবার্ষিকীতে তাদের সফলতা কামনা করেন ও প্রতিষ্ঠান প্রধানের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন। এছাড়া আগামী দিনগুলোতে পেশাদারিত্বের সাথে সংবাদ পরিবেশনের মাধ্যমে সুষ্ঠু তথ্য পরিবেশন এবং সেই তথ্যানুযায়ী দেশ ও দশের মঙ্গল কামনা করেন।
পরে উপস্থিত গণমাধ্যম কর্মী ও আগত অতিধিদের নিয়ে ১০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। একই সাথে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে শুকনো খাবার ও পানীয় বিতরন করেন গণমাধ্যমকর্মীরা।
এসময় অন্যান্যদের মধ্যে প্রেসক্লাবের সহ-সভাপতি মলয় মোহন বল, এসএম শহিদুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক যমুনা টিভির প্রতিনিধি আদিল মাহমুদ উজ্জল, প্রচার সম্পাদক নিউজ২৪ এর প্রতিনিধি জুবাইদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক বাসস প্রতিনিধি সঞ্জীব চন্দ বিল্টু, চ্যানেল আই প্রতিনিধি হাকিম বাবুল, দেশ টিভি প্রতিনিধি রফিক মজিদ, সময় টেলিভিশনের শহীদুল ইসলাম হিরা ও বাবু চক্রবর্তী, কাজী মাসুম, বুলবুল আহম্মেদ, ডিবিসি নিউজের প্রতিনিধি এসএম জুবায়ের দীপ, একাত্তর টিভির প্রতিনিধি শাকিল মুরাদ, বাংলা টিভির প্রতিনিধি নাঈম ইসলাম, সাংবাদিক কাজী মাসুম, সুলতান হোসাইন, শাহরিয়ার শাকির, হামিদুর রহমান, রাজাদুল ইসলাম বাবু, জয়ন্ত দে, শেরপুর ৩৬০ ডিগ্রি’র এডমিন রাকিবুল ইসলাম রাহাদসহ জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।