Top
সর্বশেষ

মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের নতুন কমিটি

২৪ মে, ২০২২ ৫:৩৪ অপরাহ্ণ
মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের নতুন কমিটি
মানিকগঞ্জ প্রতিনিধি  :

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ গড়পাড়া ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সেলিনা বেগমকে গড়পাড়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সুলতানা আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেন জেলা শাখার জেলা শাখার সাধারণ সম্পাদক লক্ষ্মী চ্যাটার্জী।

সোমবার (২৩ মে) বিকেলে মানিকগঞ্জ সদরের গড়পাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে অত্র ইউনিয়নের আহ্বায়ক সেলিনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নীনা রহমান। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের ঘোষণা দিলেও পরবর্তীতে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান হয়।

এসময় অন্যান্য মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারন সম্পাদক আফছার উদ্দিন সরকার, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদা সাখাওয়াত, সাংগঠনিক সম্পাদক লুৎফুন্নাহার শিউলি, গড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুশীল কুমার সাহা, সাধারণ সম্পাদক ও মোঃ সোনামুদ্দিন।

নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আক্তারের সঞ্চালনায় সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক সালমা বেগম।

শেয়ার