তোরণ, ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা। উপলক্ষ- চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ করে সম্মেলনের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশ দেওয়ার পর চট্টগ্রামে উৎসবের আমেজ চলছে।
নগরীর বিভিন্ন সড়কের দুপাশ ছেয়ে গেছে ছবি সম্বলিত বিভিন্ন ব্যানার, পোস্টার, ফেস্টুন ও তোরণে। বিশেষ করে ইঞ্জিনিয়ার ইনিস্টিটিউট এর আশপাশে ব্যানার, ফেস্টুনের ছড়াছড়ি। দলের হাই কামান্ডের নজরে আসতে চলছে প্রচার- প্রচারণাও।
তবে এবারের কমিটিতে ত্যাগী তৃণমূলের কর্মীরা স্থান পাচ্ছে কিনা তা নিয়েও অনেকে শঙ্কায় রয়েছেন। কারা পাচ্ছেন পদ পদবী তা নিয়ে কৌতুহলের শেষ নেই। চায়ের দোকান থেকে শুরু করে হাটে-বাজারে একটাই আলোচনা যুবলীগের সম্মেলন। শনিবার (২৮ মে) চট্টগ্রাম দক্ষিণ জেলা, রোববার (২৯ মে) চট্টগ্রাম উত্তর জেলা ও সোমবার (৩০ মে) চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সম্মেলনের দিন ধার্য করেছে কেন্দ্রীয় যুবলীগ।এরপর থেকে
সারাদেশের দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে জেলা ও মহানগর সম্মেলনের প্রস্তুতির তোড়জোড় শুরু করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। প্রায় প্রায় নয় বছর পর দলের হাইকমান্ডের এমন সুসংবাদে যুবলীগ কর্মীদের মাঝে আনন্দের সীমা নেই। অপরদিকে কমিটি থেকে বাদ পড়ার চিন্তার ছাপ শিক্ষা সনদ নেই এমন ত্যাগীদের মাঝে।
কেন্দ্রীয় যুবলীগ সূত্র জানায়, বঙ্গুবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে নগর যুবলীগ সভাপতি পদের জন্য ৩৫ জন ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী ৭২ জনের আবেদন জমা পড়েছে। তবে বর্তমানে নগর যুবলীগ আহ্ববায়ক কমিটির ৫জন এবং যুগ্ম আহ্বায়রকদের মধ্যে দিদারুল আলম দিদার ও মাহবুবুল হক সুমন ছাড়া অন্য তিনজন আর যুবলীগ করতে আগ্রহী নন বিধায় তারা সভাপতি-সাধারণ সম্পাদক হওয়ার জন্য জীবনবৃত্তান্ত পাঠাননি। উত্তর জেলা যুবলীগের সভাপতি পদে ৯ জন ও সাধারণ সম্পাদক পদে ১২ জন জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। দক্ষিণ জেলার সভাপতি পদে ১৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৩৯ জন জীবনবৃত্তান্ত জমা দেন। নগর যুবলীগ সূত্রে জানা গেছে, নগরীর ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডের মধ্যে কমিটি আছে উত্তর পতেঙ্গা, পতেঙ্গা, শুলকবহ ও পাঠানটুলি ওয়ার্ডে। সাংগঠনিক ১৬ থানায় কোনো কমিটি হয়নি।
সংগঠনের নীতিনির্ধারক চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শীর্ষ্ নেতারা কমিটির বিষয়ে তৎপর না হওয়ার কারণে দীর্ঘ সময় ধরে পুরোনো আহ্বায়ক কমিটি দিয়ে যুবদলের কার্যক্রম চলছিল। আহ্বায়ক কমিটি ছাড়াও সাবেক কয়েকজন ছাত্রলীগ নেতা পদ-পদবী ছাড়াই নগর যুবলীগের ব্যানারে কেন্দ্রঘোষিত বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এদিকে নগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হতে ঢাকায় দৌড়ঝাপ শুরু করেছেন দলের ত্যাগী তৃণমূলের কর্মীরা। ‘ভাই লীগ’ মুক্ত যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষিত হলে তারা সদস্য হবেন বলে আশাবাদী। আবার জীবনবৃত্তান্তে শিক্ষা সনদের দিক দিয়ে টেনশনে রয়েছেন অনেকে।
সম্মেলন প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু বলেন, সাংগঠনিক প্রস্তুতি আমাদের আছে। পদ পদবীর ক্ষেত্রে শিক্ষা সনদের মূল্যায়ন হতে পারে। সদস্যদের ক্ষেত্রে তেমন নাও হতে পারে।
উল্লেখ্য, ২০১৩ সালের ৯ জুলাই চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। মহিউদ্দিন বাচ্চুকে আহ্বায়ক ও দেলোয়ার হোসেন খোকা, দিদারুল আলম দিদার, ফরিদ মাহমুদ ও মাহবুবুল হক সুমনকে যুগ্ম আহ্বায়ক করে তিন মাসের জন্য এ কমিটি গঠন করা হয়েছিল। এর মধ্যে সম্মেলন করে নিয়মিত কমিটি করার কথা বলা হলেও গত নয় বছরে তা হয়নি।
নগরীর ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডের মধ্যে কমিটি আছে চারটিতে। উত্তর পতেঙ্গা, পতেঙ্গা, পাঠানটুলি ও শুলকবহর। সাংগঠনিক ১৬ থানায় কোনও কমিটি হয়নি। উত্তর জেলা যুবলীগের কমিটি গঠন করা হয়েছিল ২০১৩ সালে।
সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এ এস এ আল মামুনকে সভাপতি এবং হাটহাজারী উপজেলা চেয়ারম্যান রাশেদুল আলমকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়েছিল। দক্ষিণ জেলা যুবলীগের সর্বশেষ কমিটি হয়েছে ২০১০ সালে। এতে আ ম ম টিপু সুলতান চৌধুরীকে সভাপতি এবং অধ্যাপক পার্থ সারথী চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছিল। এই কমিটি দিয়ে এক যুগ পার হতে চলছে।