Top
সর্বশেষ

সিরাজগঞ্জে নিখোঁজের ২২ দিনেও স্কুল ছাত্রের সন্ধান মেলেনি

২৪ মে, ২০২২ ৭:১৭ অপরাহ্ণ
সিরাজগঞ্জে নিখোঁজের ২২ দিনেও স্কুল ছাত্রের সন্ধান মেলেনি
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সরাইহাজীপুর গ্রামে নিখোঁজের ২২দিনেও সন্ধান মেলেনি স্কুল ছাত্র গৌরব চন্দ্র শীলের। সে ওই গ্রামের মনোরঞ্জন দাসের পালিত ছেলে এবং স্থানীয় হাই স্কুলের ১০ম শ্রেণির ছাত্র।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত গ্রামের ওই স্কুল ছাত্র গত ২মে বিকেলে পরিবারের সবার অজান্তে বাড়ী থেকে বের হয়ে যায়। সে আর বাড়ীতে ফিরে না আসায় আত্বীয় স্বজনের বাড়ীসহ সম্ভাব্য স্থানে খোঁজ নিয়ে তার কোন সন্ধান পাওয়া যায়নি।

এ ব্যাপারে পরদিন তার বাবা সংশ্লিষ্ট থানায় একটি জিডি করেন। রায়গঞ্জ থানার জিডি নং- ৯৯। তার সন্ধ্যানে একাধিকবার পুলিশের সাথে যোগাযোগ করা হচ্ছে। পুলিশ কর্মকর্তারা বলেছেন, তার সন্ধানে পুলিশ প্রসাশন বিভিন্ন ভাবে অনুসন্ধান করা হচ্ছে। এদিকে নিখোঁজের ২২ দিন পার হলেও তার সন্ধান না পেয়ে পরিবারের লোকজন হতাশায় ভূগছে।

শেয়ার