Top
সর্বশেষ

চাঁদপুর জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২৪ মে, ২০২২ ৮:০৬ অপরাহ্ণ
চাঁদপুর জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আশিক বিন রহিম,চাঁদপুর :

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, বঙ্গবন্ধুর কন্যা প্রাধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চাঁদপুর জেলা ছাত্রলীগ।

২৪ মে মঙ্গলবার বিকেলে চাঁদপুর সরকারি বিদ্যালয় কলেজ মাঠ থেকে বিশাল মিছিল বের হয়। চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদ্দাম হোসেন খানের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে বিশাল বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয় সম্মুখে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনা কেবলমাত্র আমাদের প্রধানমন্ত্রীই নন, তিনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা। যার জন্ম না হলে আমরা স্বাধীন পতাকা-রাষ্ট্র পেতাম না। বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বটবৃক্ষের মত ছায়া দিয়ে রেখেছেন। কোন কুলাঙ্গার অন্যায়ভাবে যদি তার বিরুদ্ধে কটুক্ত করে তাহলে আমরা চাঁদপুর জেলা ছাত্রলীগ দাঁতভাঙ্গা জবাব দেব।।

বক্তারা বলেন, চাঁদপুরের মাটি আওয়ামী লীগের ঘাটি। আমাদের প্রিয় নেত্রী ডা. দীপু মনি এমপির নেতৃত্বে আমরা চাঁদপুর জেলা ছাত্রলীগ ঐক্যবদ্ধ। যে কোন সময়ে রাষ্ট্রবিরোধীদের প্রতিহত করতে আমরা প্রস্তুত রয়েছি।

চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদ্দাম হোসেন খানের পরিচালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এ বি এম রেজওয়ান, সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন গাজী, পৌর ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সোহেল রানা, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোলাইমান হোসেন রাজু, সাইফুর রহমান মিশু, রিয়াজ হোসেন পাভেল, সাগর পাটোয়ারী, ইমরান খান শাওন, সোহান ভুইয়া, রেজাউল ইসলাম রকি, দেলোয়ার হোসেন সুমন, আল আমিন তালুকদার, ওয়াসিম জমাদার, কামরুল ইসলাম নাহিদ, ওয়ালিউল্লাহ গাজী সুমন, মনসুর পাটোয়ারী, তানজিল রেজা রনি, মামুন আল হাসান, মোশারফ হোসেন, ওমর ফারুক টিটু, অপু কুমার বিশ্বাস, সাদেক প্রধানিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অপু পাটোয়ারী, আলামিন বেপারি, হাবিবুর রহমান টিটু, বিপ্লব খান, মাসুদ মোল্লা,
সাংগঠনিক সম্পাদক খাদেমুল ইসলাম রুবেল, বাদশা খান, মোবারক হোসেন রকি, সজিব পাটোয়ারী, হৃদয় চৌধুরী, দেওয়ান মো. ইমরান,
পৌর ছাত্রলীগের মিছিলের নেতৃত্বে ছিলেন, ইউসুফ গাজী মোল্লা, আশেকে রাসুল জাওয়ার, অনিক কর্মকার, আরিফুল ইসলাম, জিএম রাকিব, আরাফাত খান সানি, কলেজ ছাত্রলীগের মিছিলের নেতৃত্ব দেন সাব্বীর হোসেন মারুফ, সোহেল হোসেন, তাসকিন সাইদ প্রমুখ।

এছাড়াও বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা, সকল উপজেলা, শহর, ইউনিয়ন এবং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ার