Top
সর্বশেষ

উচ্চ রক্তচাপ হল একটি ঘাতক ব্যাধি : বিএসএমএমইউ উপাচার্য

২৪ মে, ২০২২ ৮:২৬ অপরাহ্ণ
উচ্চ রক্তচাপ হল একটি ঘাতক ব্যাধি :  বিএসএমএমইউ উপাচার্য
স্বাস্থ্য ডেস্ক :

সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন ও দীর্ঘজীবী হোন’ প্রতিপাদ্য নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিশ্ব হাইপারটেনশন দিবস -২০২২ পালিত হয়েছে।

সোমবার   (২২ মে ) বিশ্ববিদ্যালয়ে এ উপলক্ষে হৃদরোগ বিদ্যা বিভাগ শোভাযাত্রা ও  বেলা সাড়ে ১২  টায় শহীদ ডা. মিল্টন হলে একটি সেমিনারের আয়োজন করে।

হাইপারটেনশন দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, উচ্চ রক্তচাপ হল একটি ঘাতক ব্যাধি। এটি আস্তে আস্তে মানুষকে মৃত্যুর মুখে পতিত করে।  এটি কিডনিতে আক্রান্ত করে, হার্ট অ্যাটাক করে, স্ট্রোক হয়।

উচ্চ রক্ত চাপ রোধের বিষয়ে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা.  মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, আমরা কাঁচা লবণ খাবো না। চায়ে চিনি খাবো না। তেল কম খাবো। তেল খেলে উচ্চ রক্ত চাপ হয়। তেল ছাড়া যেসব খাবার আছে সেসব খাবার গ্রহণ করার অভ্যাস করতে হবে। চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের কাছে যেসব রোগী আসবে আগে তাদের শরীর চর্চা ও খাবার লবণ যাতে না খায় সে বিষয়ে জোর দেবেন।

এসব অনুষ্ঠানে উপ- উপাচার্য (একাডেমি) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য ( গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. হারিসুল হক, অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান, অধ্যাপক  ডা. চৌধুরী মেসকাত  আহমেদ, অধ্যাপক ডা. মোহাম¥দ সফি উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার