Top
সর্বশেষ

 ১৪০ টাকা বেশি নেয়ায় ১০ হাজার টাকা জরিমানা

২৫ মে, ২০২২ ১১:১৯ পূর্বাহ্ণ
 ১৪০ টাকা বেশি নেয়ায় ১০ হাজার টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে সয়াবিন তেলের গায়ে থাকা মূল্যের থেকে ১৪০ টাকা বেশি নেয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) দুপুরে একজন ক্রেতার অভিযোগের প্রেক্ষিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই জরিমানা করা হয়। পরে সেই ভোক্তাকে জরিমানার ২৫০০ টাকা প্রদান করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক উসমান গণি জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ৩০ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পুরাতন বাজারস্থ আতিক স্টোর থেকে একটি ৫ লিটারের সয়াবিন তেলের বোতল কিনেন সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের এনামুল হকের ছেলে ফারুক হোসেন। এসময় বিক্রেতা ফারুক হোসেনের কাছে সয়াবিন তেলের দাম নেন ৯০০ টাকা। অথচ তেলের বোতলের গায়ে লেখা ছিল ৭৬০ টাকা। পরে বিষয়টি নিয়ে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন ফারুক হোসেন।
ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে ক্রেতা ও বিক্রেতাকে নিয়ে শুনানি করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়। এতে অভিযোগের সত্যতা পাওয়ায় এই জরিমানা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক উসমান গণি মুঠোফোনে জানান, একজন ভোক্তার লিখিত অভিযোগের প্রেক্ষিতে প্রমাণিত হওয়ায় এই জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, শুনানিতে বিক্রেতা তার অপরাধ স্বীকার করেছেন। এমনকি গায়ে লিখে থাকা দামে তেল কেনার কথা জানান।
শুনানিতে অভিযোগ প্রমানিত হওয়ায় জরিমানা আদায় করে তার ২৫ শতাংশ হিসেবে ভোক্তাকে ২৫০০ টাকা প্রদান করা হয়েছে।
শেয়ার