Top
সর্বশেষ

মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল  

২৫ মে, ২০২২ ১১:৩১ পূর্বাহ্ণ
মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল  
মানিকগঞ্জ প্রতিনিধি :

১৯ বছর পর এক দিন না পেরুতেই জেলা স্বেচ্ছাসেবক লীগের ঘোষিত নবগঠিত কমিটি বাতিলের দাবিতে মানিকগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে দলটির পদবঞ্চিত নেতা-কর্মীরা।  

মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যায় জেলা শহরে এসব কর্মসূচি পালন করা হয়। এসময় কমিটিকে অবৈধ ঘোষণা করে সমাবেশে বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে এই কমিটি বাতিল ঘোষণা করা না হলে আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে।

এদিকে দলীয় সূত্রে জানা গেছে, ২০০৩ সালে লিয়াকত আলী ভান্ডারীকে সভাপতি ও হাবিবুর রহমান ওরফে সেন্টুকে সাধারণ সম্পাদক করে ৭১ বিশিষ্ট জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়। দীর্ঘ দিন অতিবাহিত হওয়ায় এই কমিটির সাংগঠনিক কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়ে। প্রায় ১৯ বছর পর মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়।

সোমবার (২৩ মে) রাতে সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান নতুন এই কমিটির অনুমোদন দেন। এ কমিটিতে আবু বকর সিদ্দিক খান তুষারকে সভাপতি এবং আবুল বাশারকে সাধারণ সম্পাদক করে ঘোষণা দেয়া হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাক্ষরিত এক পত্রে জানানো হয়, আগামী এক মাসের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা হবে।এছাড়াও আগামী তিন বছরের জন্য জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

অপরদিকে নবগঠিত এই কমিটি বাতিলের দাবিতে একদিন পার না হতেই আজ সন্ধ্যায় এই বিক্ষোভ মশাল মিছিল ও সমাবেশ করে দলের একাংশের সমর্থক  নেতাকর্মীরা।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মশাল মিছিল বের করা হয়। জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ ক‌রেন ।

এতে জেলা যুবলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম পারভেজ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী রানা ও সাদিকুল ইসলাম সোহা, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রুবেল ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল ইসলাম সাকিব বক্তব্য দেন।

সেলিম পারভেজ জানান, ‘ফেসবুকের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটি আমরা মানি না। যদি এই কমিটি বাতিল করা না হয়, তাহলে আমাদের কর্মসূচী চলবে। কারণ এই কমিটিতে যাকে সাধারণ সম্পাদক করা হয়েছে, সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। অতিদ্রুত সময়ের মধ্যে এই কমিটি বাতিল করে সাবেক ছাত্রনেতাদের দিয়ে নতুন কমিটি গঠন করতে হবে।’

রফিকুল ইসলাম চৌধুরী বলেন, সাবেক ছাত্র নেতাদের দিয়ে স্বেচ্ছাসেবক কমিটি গঠন করার কথা ছিল। কোনো অশিক্ষিত, মাদকব্যবসায়ী দিয়ে সংগঠনের কোনো কমিটি করার সুযোগ নেই। এরপরও চিহ্নিত মাদকব্যবসায়ীকে দিয়ে এই কমিটি করা হয়েছে।

এ ব্যাপারে জেলা স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আবুল বাশার বলেন, দীর্ঘ দেড় যুগের বেশি সময় পর এই কমিটি হয়েছে। যোগ্য, ত্যাগী ও মাঠের কর্মী বলেই সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ তাঁকে এই কমিটির সাধারণ সম্পাদক করেছেন। স্বার্থান্বেষী কতিপয় যুবক তাঁর বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছেন।

শেয়ার