জনপরিসরে নারীকে হেনস্থার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। বুধবার (২৫ মে) সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনে সড়কে নারী অধিকার জোট এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। এতে নারী অধিকারকর্মী, মানবাধিকারকর্মী, শিল্পী, সংস্কৃতিকর্মী, আইনজীবীসহ নানা শ্রেণি পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন নারী অধিকার জোটের সভানেত্রী লায়লা পারভীন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) নোয়াখালীর সভাপতি মোল্লা হাবিবুর রাসুল মামুন, উন্নয়ন সংগঠক আবদুল আউয়াল, নারী উন্নয়ন কর্মী মনোয়ারা আক্তার মিনু প্রমুখ।
এ সময় সমাবেশে বক্তারা অভিযোগ করেন সাম্প্রতিক সময়ে নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতা বেড়ে চলছে। পার্কে, খোলার মাঠে ও পথে ঘাটে নারীদের হেনস্থার শিকার হতে হচ্ছে।
সমাবেশে গত ১৭ মে বিকেলে জেলা শহরের হাউজিং বালুর মাঠে স্বামীর সাথে বেড়াতে যাওয়া এক নারীকে যৌন হয়রানী এবং স্ত্রীর সামনে স্বামীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।