Top
সর্বশেষ

শেরপুরে কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

২৫ মে, ২০২২ ৩:৪২ অপরাহ্ণ
শেরপুরে কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি
শেরপুর প্রতিনিধি :

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকীতে শেরপুরে বর্ণাঢ্য র‌্যালি করেছে বাংলাদেশ নজরুল সেনা শেরপুর জেলা কমিটি।

বুধবার(২৫ মে) শহরের চকবাজার কেন্দ্রিয় শহীদ মিনার চত্বর থেকে থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বটতলা মোড়ে পৌরসভা কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের নেতৃত্বে র‌্যালিতে অংশ নেন সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া, নজরুল সেনার কমিটির উদ্যোক্তা মো. ইমামুল হক রবীন, আইনজীবী মোখলেছুর রহমান জীবন, ডিএফএ সভাপতি মানিক দত্ত, জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদসহ সুধীবৃন্দ ও শিশু-কিশোররা। পরে পৌরসভার সভাকক্ষে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম সম্পর্কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার