Top
সর্বশেষ

মিরসরাই বারইয়ারহাটে ডাকাত বলে র‌্যাবের ওপর হামলা

২৫ মে, ২০২২ ৮:৫৪ অপরাহ্ণ
মিরসরাই বারইয়ারহাটে ডাকাত বলে র‌্যাবের ওপর হামলা
মিরসরাই প্রতিনিধি :
মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর এলাকায় ডাকাত সন্দেহে তিন ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে জানা গেছে আহতরা র‌্যাব সদস্য।
বুধবার (২৫ মে) সন্ধ্যায় বারইয়ারহাট পৌর বাজরে এ ঘটনা ঘটেছে। বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেছেন সার্কেল এসপি (মিরসরাই সার্কেল) লাবীব আব্দুল্লাহ।
তিনি বলেন, আজ সন্ধ্যায় র‌্যাবের তিন সদস্যকে স্থানীয়রা মেরে আহত করেছেন। আমরা ঘটনাস্থলে আছি। আহতদের চিকিৎসার ব্যবস্থা করে বাকীটা দেখছি। বিস্তারিত পরে জানানো হবে।আহত র‌্যাব সদস্যদের মধ্যে কাউসারকে (২৯) বারইয়ারহাট জেনারেল হাসপাতাল এবং মোখলেস (৩৩) ও পারভেজকে (২৮) বারইয়ারহাট মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় বারইয়ারহাট পৌর বাজারের উত্তর পাশে একটি গাড়ি আটকালে তাদের ডাকাত সন্দেহে পিটিয়ে আহত করা হয়। এসময় অন্য একটি গাড়িতে র‌্যাবের পোশাক পরিহিত কয়েকজন এসে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আরেকজনকে জোরারগঞ্জ থানা পুলিশ উদ্ধার করে।র‌্যাবের সদর কোম্পানী কমান্ডার ও সহকারী পুলিশ সুপার তাহিয়াত চৌধুরী বলেন, ঘটনা শুনে চট্টগ্রাম থেকে র‌্যাবের একটি টিম মিরসরাই যাচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।
শেয়ার