Top

সিরাজগঞ্জে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ আহত ৬

২৬ মে, ২০২২ ১১:০৯ পূর্বাহ্ণ
সিরাজগঞ্জে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ আহত ৬
সিরাজগঞ্জ প্রতিনিধি :

হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামারচর নামক স্থানে বৃহস্পতিবার(২৬মে)  ভোরে ট্রাক ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৫ কৃষি শ্রমিক নিহত ও ৬ জন আহত হয়েছে।

নিহতরা হলো- নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার ছোটপাকা গ্রামের আব্দুল মজিদের ছেলে মকুল হোসেন (৩৫), আবুল বাশারের ছেলে মনির হোসেন (৩৪), একই থানার বাঁশবাড়িয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৩৫), ইজাল হকের ছেলে আব্দুল হালিম (৪৫) ও গুরুদাসপুর উপজেলার জুমাইগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে হায়দার আলী (৪০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রপ্তি কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (২৬ মে) ভোরে হাটিকুমরুল গোলচত্বর থেকে যাত্রীবাহী একটি লেগুনা নাটোর যাওয়ার পথে সলঙ্গা থানার রামারচর পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনার ৩ যাত্রী নিহত আরও ৮ জন আহত হয়।

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পথে হায়দার আলী নামের একজন ও হাটিকুমরুল গোলচত্বর এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা গেছে।

আহত অন্যদের সিরাজগঞ্জ ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত লেগুনা ও ট্রাক থানা হেফাজতে রাখা হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পথে হায়দার আলী নিহত হওয়ার কথা শুনেছি কিন্তু লাশ পাননি বলে জানান ওসি।

শেয়ার