Top
সর্বশেষ

সিরাজগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

২৬ মে, ২০২২ ১২:৫১ অপরাহ্ণ
সিরাজগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কের হেদারখাল এলাকা থেকে বৃহস্পতিবার (২৬মে) সকালে ইসলাম (৩৫) নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ইসলাম তাড়াশ উপজেলার সান্দ্রা গ্রামের আব্দুল আজিজের ছেলে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে ইসলাম বুধবার (২৫ মে) দুপুরের পর বাড়ী থেকে বের হয়ে রাতে আর ফিরে আসেননি।

পথচারিরা বৃহস্পতিবার (২৬ মে) সকালে তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কের হেদারখাল এলাকায় আবুলের ব্রিজের কাছে মুখ ও হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। পুলিশের ধারনা ছিনতাইকারীরা ইসলামকে হত্যা করে তার ব্যাটারিচালিত ইজিবাইকটি নিয়ে পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

শেয়ার