এলাকাবাসীর সুত্রে জানা যায়, রাস্তাটি তৈরি হওয়ার পর থেকে এ পর্যন্ত কোন কাজ করা হয়নি। মাত্র ১ কিলোমিটার রাস্তা ঘিরে প্রায় ৫ হাজার মানুষের বসবাস। এ রাস্তা দিয়ে ৮ গ্রামের লোকজনের যাতায়াত করে। এছাড়া ৩ টি শিক্ষা প্রতিষ্ঠান ও ১টি উপ-স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে এই সড়ক দিয়ে যেতে হয়।।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মাদ্রাসার প্রভাষক জহিরুল ইসলাম , প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির মোল্লা ,বদরখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল ফরাজী, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আলামিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহানুর হাওলাদার প্রমূখ।