Top
সর্বশেষ

চট্টগ্রামে রাজমিস্ত্রীকে কুপিয়ে ‘হত্যা’

২৬ মে, ২০২২ ৪:৩০ অপরাহ্ণ
চট্টগ্রামে রাজমিস্ত্রীকে কুপিয়ে ‘হত্যা’
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো দায়ের কোপে মো. হারুন (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।

বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার জোরারগঞ্জ থানা এলাকার সমিতি বাজারে ঘটনাটি ঘটে। নিহত হারুন খাগড়াছড়ির রামগড় এলাকার মো. জসিমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর হোসেন মামুন বলেন, সকাল সাড়ে ১০ টার দিকে সমিতি বাজার এলাকায় কথা কাটাকাটির এক পর্যায়ে সিএনজি চালক সালাউদ্দিন রাজমিস্ত্রী হারুনকে ধারালো দা দিয়ে কোপ দেয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনার কারণ জানা যায়নি। আসামি সালাউদ্দিন ঘটনার পর পলাতক রয়েছেন।

শেয়ার