রংপুর সিটি করপোরেশনের খলিশাকুড়ি এলাকায় বহুল প্রত্যাশিত ড. ওয়াজেদ মিয়া হাইটেক পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী। এসময় রংপুরে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক উপিস্থিত ছিলেন।
তার সাথে ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক আসিব আহসান, প্রকল্প কর্মকর্তাসহ জেলা প্রশাসের কর্মকর্তাবৃন্দ। ভারত ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় ১৭০ কোটি টাকা ব্যয়ে দশ একর জমিতে এই পার্ক পার্ক নির্মিত হবে। অনুষ্ঠানে ভার্চুয়ালী বক্তব্যে জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই, কারণ তারই প্রচেষ্টায় এই পার্ক হচ্ছে। তিনি রংপুরের উন্নয়নে সদা সর্বোদায় সচেষ্ট রয়েছেন। তাঁর বিভিন্ন গৃহিত প্রকল্প বাস্তবায়নের মধ্যে দিয়ে সেটা লক্ষ করে থাকি। আজকের বাংলাদেশে ডিজিটাল ও আইসিটির যে প্রসার তা গত ১২, ১৪ বছরে আমরা দেখেছি সেটা সমগ্র বিশ্বে বাংলাদেশকে একটি উন্নত স্থানে নিয়ে গেছেন তিনি। পরে ফলক উম্মোচন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ।
ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সাংবাদিকদের তিনি বলেন, রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসংখ্য উপহার দিয়েছেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বিভাগ ও সিটি করপোরেশন দিয়েছেন। সজীব ওয়াজেদ জয় রংপুরের সন্তান হিসেবে রংপুরের সামগ্রীক উন্নয়নের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন। তারই প্রতিশ্রুতি ছিল, রংপুরের তরুণ প্রজন্মে কর্মসংস্থানের ঠিকানা প্রযুক্তি নির্ভর, আত্মকর্মসংস্থানের ঠিকানা রংপুরের মাটিতে একটি অত্যাধুনিক পার্ক নির্মাণ করে দিবেন। আজ সেটি বাস্তবায়নের পথে কাজ শুরু করেছি।
তিনি বলেন, এটি বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড.ওয়াজেদ মিয়ার নামে নামকরণ করে কাজ শুরু করছি। আশা করছি দুই বছরের মধ্যে কাজ শেষ হবে। প্রতি বছরে এখান থেকে ৩ হাজার বেশী তরুণ তরুনীর কর্মসংস্থান তৈরি করতে পারবো। যাতে এই
অঞ্চলের তরুণদের ঢাকা মুখি, বিদেশমুখি হতে না হয় সে জন্য কাজ করছি। আশা করছি তরুণরা কাজে লাগাবে। লক্ষ লক্ষ তরুণ তরুণীর কর্মসংস্থান সৃষ্টি করবে এই হাইটেক পার্ক। পরে মন্ত্রী আরো বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন।
জানা গেছে, নকশানুযায়ী তিনটি ভবনের মধ্যে একটি হবে স্টিল স্ট্রাকচারে তৈরি ৭ তলা বিশিষ্ট ভবন। এ ছাড়া দুটি ৩ তলাবিশিষ্ট ক্যানটিন ও অ্যাস্ফিথিয়েটার ভবন (স্টিল স্ট্রাকচার) এবং ডরমিটরি ভবন (আরসিসি) থাকবে। ২০১৭ সালের ২৫ এপ্রিল সারা দেশের জেলা পর্যায়ে ১২টি হাইটেক পার্ক প্রকল্পের জন্য ১ হাজার ৮০০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।