Top
সর্বশেষ

ফরিদগঞ্জে বিদ্যুৎস্পর্শে জেলা ছাত্রলীগ নেতার মৃত্যু

২৬ মে, ২০২২ ৫:৪০ অপরাহ্ণ
ফরিদগঞ্জে বিদ্যুৎস্পর্শে জেলা ছাত্রলীগ নেতার মৃত্যু
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: :

চাঁদপুর জেলা ছাত্রলীগের উপ-কৃষি বিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন বেপারী (২৮) বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন।

এইসময় সুজন (৩২) ও মহিন (২০) নামে দুই যুবককে গুরুতর আহত হয়। গতকাল বৃহস্পতিবার সকালে ফরিদগঞ্জের সুবিদপুর পূর্ব ইউনিয়নের চালিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জসিম ওই গ্রামের বেপারী বাড়ীর প্রবাসী হারুনুর রশিদের ছেলে এবং দুই সন্তানের জনক।

হাসপাতাল ও ঘটনা সৃত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ীর পাশে মাছের প্রজেক্টে খাবার দিতে গিয়ে পল্লীবিদ্যুৎ এর ছেড়া তারে সাথে বিদ্যুপৃষ্ঠ হয় জসিমউদ্দিন। তাকে ছাড়াতে গিয়ে গ্রামের পথচারী সুজন (৩২) ও মহিন (২০) নামে দুই যুবকও বিদ্যুপৃষ্ট হয়। দ্রুত আশপাশের তাদেরকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার জসিমউদ্দিনকে মৃত ঘোষণা করে, আর বাকি দুইজনকে কুমিল্লা প্রেরণ করা হয়।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি জোবাইর সৈয়দ বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় একটি অপমৃত্যুর মামলা হবে বলে জানিয়েছেন।

শেয়ার