Top
সর্বশেষ

চাঁদপুর আদালত প্রাঙ্গণ থেকে মোটরসাইকেল চুরি

২৬ মে, ২০২২ ৭:৪৯ অপরাহ্ণ
চাঁদপুর আদালত প্রাঙ্গণ থেকে মোটরসাইকেল চুরি
চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুর আদালত প্রাঙ্গণ থেকে মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার(২৬ মে) দুপুরে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণের সামনে এই ঘটনা ঘটে। বিষয়টি জেলা ট্রাফিক বিভাগকে অবগত করার পাশাপাশি মোটর সাইকেলের মালিক মোঃ ফারুক হোসেন চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেন।

ফারুক হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুরে তিনি চাঁদপুর বিআরটি অফিসে কাজে আসেন। এসময় তিনি নিজের ব্যবহৃত মোটরসাইকেলটি (DISCOVER 100 CC) পাশ্ববর্তী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণের পাশে গাড়ি রাখার স্থানে রাখেন। কাজ শেষে ফিরে এসে দেখেন  সেই জায়গা থেকে অজ্ঞাতনামায় কে বা কারা তার মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যায়। অনেক খোঁজাখোঁজি করার পরেও মোটর সাইকেলটি কোথায় খুঁজে পাননি।

শেয়ার