Top

ভোলায় দুই ইউনিয়নে চার বিদ্রোহী প্রার্থী বহিস্কার

২৭ মে, ২০২২ ১০:৪৬ পূর্বাহ্ণ
ভোলায় দুই ইউনিয়নে চার বিদ্রোহী প্রার্থী বহিস্কার
ভোলা প্রতিনিধি :

ভোলার লালমোহনে দুটি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত নৌকা মার্কা প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় চার আওয়ামীলীগ নেতাকে বহিস্কার করা হয়েছে

বৃহস্পতিবার (২৬ মে) লালমোহন উপজেলা আওয়ামীলীগের সভাপতি নূরুন্নবী চৌধুরী শাওন ও সাধারণ সম্পাদক মো. ফকরুল আলম হাওলাদারের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাদেরকে বহিস্কার করা হয়।

লালমোহন উপজেলার ২নং কালমা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাকির হোসেন পঞ্চায়েত। ৮নং রমাগঞ্জ ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী রমাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, রমাগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মোসলে উদ্দিন লিটন ও উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক মো. আনোয়ার রাব্বিকে আওয়ামীলীগ থেকে বহিস্কার করা হয়েছে।

শেয়ার