খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সাথে সাথেই শুরু হয়েছে প্রচারণাও। নিজ নিজ প্রার্থীর কর্মী সমর্থকরা পোস্টার টাঙানো শুরু করেছেন। প্রার্থীরাও আনুষ্ঠানিকভাবে জনসংযোগ শুরু করেছেন।
শুক্রবার(২৭মে) সকালে উপজেলা নির্বাচন অফিসে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর রহমান প্রামাণিক প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।
উপজেলা নির্বাচন অফিস জানায়, উপনির্বাচনে চেয়ারম্যান পদে বৈধ ৪জন প্রার্থীকেই প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীক নিয়ে সফিউল আযম চৌধুরী লায়ন, আনারস প্রতীক নিয়ে দুইবারের সাবেক চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ, মোটরসাইকেল প্রতীক নিয়ে জেলা পরিষদের সাবেক সদস্য শরিফুল ইসলাম প্রধান এবং হেলিকপ্টার প্রতীক নিয়ে বীর মুক্তিযোদ্ধা আব্বাস আরেফিন শাহ নির্বাচন করবেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শাহিনুর রহমান প্রামাণিক জানান, গত ১৯মে মনোনয়ন যাচাই-বাছাই করে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। সকল প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ১৫ জুন চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।