Top
সর্বশেষ

থানচিতে ৫৭৭পরিবারের মাঝে  সোলার বিতরণ

২৭ মে, ২০২২ ৪:১০ অপরাহ্ণ
থানচিতে ৫৭৭পরিবারের মাঝে  সোলার বিতরণ
বান্দরবান প্রতিনিধি :
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ে মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি বলেছেন- বর্তমান সরকার পাহাড় ও সমতলের নিরলসভাবে উন্নয়নের কাজ যাচ্ছে বলে দীর্ঘ বছর পরে হলেও দুর্গম থানচি উপজেলাকে একটি মডেল উপজেলা পরিনত করতে পেরেছি।  
  শুক্রবার(২৭ মে) থানচি উপজেলা সদরে সনাতন ধর্মাবলম্বীদের সার্বজনীন শ্রী শ্রী রক্ষা কালীন মন্দির নব নির্মিত ভবন শুভ উদ্বোধন কালে  তিনি মন্তব্য করেন।
এসময়  দুর্গম তিন্দু ইউনিয়নের হত দরিদ্র অসহায়, বিধবা, প্রতিবন্ধী সহ ৫৭৭ টি পরিবারের ঘরে হোম সোলার সিষ্টেমের সৌর বিদ্যুৎতের বাতি আলো জ্বালানো হয়। একই দিনে দুপুরে উপজেলা দুর্গম তিন্দু ইউনিয়নের তিন্দু বাজার প্রাঙ্গনে বিনামূল্যে সোলার হোম সিষ্টেম, ভিজিডি, ক্রীড়া সামগ্রী, ডেকোরেটর সামগ্রী,জেনারেটর বিতরন করেন পার্বত্যমন্ত্রী।
এ-র আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড (পাচউবো) এর অর্থায়নের ২ কোটি ৭৫ লক্ষ টাকার ব্যয়ের বলিপাড়া ইউনিয়নের থানচি সড়ক হতে নাইন্দারী পাড়া পর্যন্ত সড়ক , বাস ষ্টেশন নির্মাণ সহ মোট তিনটি মেগা প্রকল্প ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি।
 পার্বত্য মন্ত্রী বলেন, মাননীয় দেশ নেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা পাহাড়ে মানুষের প্রতি অগাধ ভালবাসা রয়েছে বলে পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের ছোয়া লেগেছে। গ্রাম হবে শহর এবং পাহাড়ের ছেলে মেয়েদের বাড়ীতে বসে  নির্বিঘ্নে  লেখা পড়া  করতে পারে এমন ব্যবস্থা গ্রহনে মাননীয় প্রধান মন্ত্রী ঘোষনা বাস্তবায়ন করে যাচ্ছি।
মত বিনিময় সভায় তিনি বলেন,১৯৯০ সালে  বান্দরবান হতে শংঙ্খ নদীর বৈঠায় চালিত নৌকা যোগে যাতায়াত করতে সময় লাগে ৪ দিন।  নোকা বসে দিন পার হওয়া অভিজ্ঞতা কথা শুনালেন তিনি।  যোগাযোগ ব্যবস্থা,শিক্ষা, স্বাস্থ্য সেবা ব্যবস্থা, কোন কিছু ছিলনা সেখানে প্রধান মন্ত্রীর শেখ হাসিনা আন্তরিকতা তিন্দু বাজার পর্যন্ত সড়ক, বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য সেবা জন্য কমিউনিটি  স্বাস্থ্য কেন্দ্র, পর্যটন বিকাশে নানান অবকাঠামোগত উন্নয়ন করে।  তিন্দুবাসীদের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন হবে।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড হোম সোলার সিষ্টেম এর প্রকল্প পরিচালক মো: হারুন অর রশিদ, বিজিবি ৩৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লে: কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ- উল- আলম পিএসসি, বান্দরবানে নির্বাহী ম্যাজিষ্টেট  রাজীব কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার, বান্দরবান জেলা পরিষদের সদস্য  সত্যহা পান্জী, ক্যসাপ্রু মারমা, তিংতিংম্যা মারমা,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাহুল চন্দ, থানা ভাপ্রাপ্ত কর্মকর্তা ওসি সূদ্বীপ রায়, সহ উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
শেয়ার