সামনে বর্ষাকাল তাই কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীর পাড়ের মানুষ ভাঙন আতংকে দিন পার করছেন। কখন বুঝি বসত ভিটে নদী গর্ভে চলে যায় এ চিন্তা পিছু ছাড়ছে না তাদের।
তিস্তার পাড়ের হুমকির মধ্যে পড়া এলাকা গুলোর মধ্যে দলদলিয়া ইউনিয়ন , গোড়াইপিয়ার, অর্জুন, শেখের টেক, পাকার মাথা, কুমার পাড়া, বামন পাড়া, নগর পাড়া, বকশি পাড়া, হোকডাঙ্গা, মাঝিপাড়া, নন্দুনেফড়া খামার দামারহাট সহ আরও অনেক এলাকা। এসব এলাকায় আগাম ভাঙ্গন রোধের প্রস্তুতি না নিলে কিছু দিনের মধ্যে নদী গর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভাঙ্গনের হুমকিতে রয়েছে বজরা ইউনিয়নের সাদুয়া দামার হাট গ্রামের একটি কবরস্থান, মসজিদ, শতাধিক বসতবাড়ি সহ আবাদি জমি। সরেজমিনে সেখানকার বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, নদী ভাঙন রোধে কার্যকর কোন পদক্ষেপ গ্রহন না করায় এবং স্হায়ী পরিকল্পনা গ্রহণ না করায় এ এলাকায় ভাঙন রোধ করা যাচ্ছে না। প্রতি বছর এসব এলাকায় নদী ভাঙনের শিকার হয়ে বাস্তুহারা হয়ে গেছে কয়েকশত পরিবার। বিলীন হয়ে গেছে গুনাইগাছ ইউনিয়নের টিটমা, কাজিরচক, সন্তোষ অভিরাম গ্রামের অনেক এলাকা।
সাদুয়া দামারহাটের কামাল হোসেন ও মনজুরুল ইসলাম বলেন, এ এলাকায় নদী ভাঙনে প্রতিবছর অনেকেই বসতভিটা ও আবাদি জমি হারান। ফলে অনেকে হয়েছেন নিঃস্ব। এখন একটা কবরস্থান, মসজিদ সহ আবাদি জমি ভাঙতে পারে।বর্ষা আসায় আমরা এ হুমকিতে পড়েছি। আমরা দাবি জানাচ্ছি দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্হা গ্রহণ করা হোক।
তিস্তার পাড়ের কুমার পাড়া গ্রামের আব্দুল হাকিম বলেন, আমি অনেক দিন থেকে প্যারালিষ্ট রোগে অসুস্থ হয়ে আছি। আমার ৩ মেয়ে ১ ছেলে আছে। আমি চলতে পারিনা ঠিকভাবে দু’বেলা ভাত খেতে পারিনা। আমি এখন টাকা রোজগার করতে পারিনা। একদিকে অভাব অন্যদিকে নদীর পাড়ে আমার বসত ভিটে। যে কোন সময় নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। তার পরেও তিনি বলেন, আমি কোন সাহায্য চাইনা আমার একটাই চাওয়া পাওয়া সরকার যেন আমাদের তিস্তা নদী সংস্কার করে দেয়।
এ ছাড়া তিস্তার পাড়ের শহিদুল, বজলুল, ইলিয়াস, শহিদুল, ছামেদ আলী, আব্দুল হাকিম, আছিয়া, জরিনা, জাহানারা বুড়ি সহ আরও অনেকে বলেন, আমরা সরকারের কাছ থেকে কিছুই চাইনা শুধু তিস্তা নদী সংস্কার চাই। সরকার যেন নদী সংস্কার করে আমাদের বসত ভিটের মধ্যে থাকতে দেয়।
তিস্তা নদী ভাঙ্গন রোধের জন্য কুড়িগ্রাম পানি উন্নয়ন অধিদপ্তরের উপ-প্রকৌশলী জনাব নজরুল ইসলাম বলেন, তিস্তার পাড়ের এলাকা গুলোর মধ্যে পাকার মাথা ও শেখেরটেক সহ কয়েকটি জায়গায় তিস্তার ভাঙ্গন রোধের জন্য দু’এক দিনের মধ্যে প্রস্তাব পাঠাব। আশা করি অতি তাড়াতাড়ি নদী ভাঙ্গন রোধের কাজ শুরু করে দিবো।